মাদারীপুরে গাছ কাটা নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে আহত ১১

মাদারীপুর সংবাদদাতামাদারীপুর সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

মাদারীপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতালে সূত্রে জানা গেছে, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ন বালা বসবাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে বাঁধা দেন পানু দাস ও তার ছেলেরা। উভয়পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পারে। এ সময় নারীসহ ১১ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত নারায়ন বালা গণমাধ্যমকে জানান, আমার কেনা গাছ আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রী ওপর হামলা করে।

পানু দাসের ছেলে তপন দাস গণমাধ্যমকে জানান, আমরা কোনও হামলা করিনি। ওরাই আমাদের ওপরে প্রথম হামলা করে। এতে বাবাসহ আমরা চার ভাই আহত হয়েছি।

Nagad

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদিন/১১ অক্টোবর/এমবি