সুপার টুয়েলভে দুর্দান্ত শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে আসা আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে সুপার টুয়েলভ শুরু করলো শ্রীলঙ্কা।

রোববার (২৩ অক্টোবর) হোবার্টে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

এদিন আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৯ রানের।

৪৩ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস, গ্রুপ পর্বের শেষ ম্যাচে যিনি ডাচদের বিপক্ষেও খেলেছিলেন ম্যাচজেতানো ইনিংস। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কুশলের সাথে ২২ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন চারিত আসালাঙ্কা।

১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই শ্রীলঙ্কা জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। দুই ওপেনার কুশল মেন্ডিস-ধনঞ্জয় ডি সিলভা যোগ করেছেন ৬৩ রান। ২৫ বলে ৩১ রান করা ডি সিলভা বিদায় নিলে ভেঙে যায় উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মেন্ডিস-আসালাঙ্কা।

Nagad

যেখানে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেন্ডিস। ১৫ তম ওভারের শেষ বলে সিমি সিংকে ছক্কা মেরে লঙ্কানদের জয়ের বন্দরে নিয়ে যান এই ওপেনার। লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন মেন্ডিস। আর একমাত্র উইকেটটি নিয়েছেন গ্যারেথ ডেলানি।

সারাদিন/২৩ অক্টোবর/এমবি