ফের অঘটন, জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরেছে পাকিস্তান
ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। শুরুর জুটিতে বড় ইনিংসের আভাস দেয় জিম্বাবুয়ে। কিন্তু এই জুটি ভাঙলে সেই আশা ফিকে হয়ে যায় জিম্বাবুয়ের। বল হাতে চমক দেখালেন মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান। দুই বোলারের দাপটে শেষ পর্যন্ত অল্পতেই শেষ জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানের স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থেমেছে ১২৯ রানে। ফলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারিয়ে হোঁচট খায় পাকিস্তান। এরপর আবার দলীয় ২৩ রানে পাক শিবিরে আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে ১৪ রানের মাথায়। যদিও এক প্রান্ত আগলে রেখেছিলেন শান মাসুদ। তবে খানিকবাদেই আবারও ইফতিখারকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভয়ডরহীন ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে। তার ফলও পেয়েছিল তারা। পঞ্চম ওভারেই দলীয় রান চল্লিশ ছাড়িয়ে গিয়েছিল। তবে হারিস রউফের ওই ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তার আগে দুই বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।
এরপরই মূলত ব্যাটিং অর্ডারে ধস নামে জিম্বাবুয়ের। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার ওয়েসলি মাধভেরে (১৭)। দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবুও একা শন উইলিয়ামস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই বাঁহাতি ব্যাটার ২৮ বলে করেন সর্বোচ্চ ৩১ রান।
দলীয় ৯৫ রানের মাথায় চার উইকেট হারায় তারা। ফলে এক পর্যায়ে মনে হচ্ছিল অল্পতেই অলআউট হয়ে যাবে জিম্বাবুয়ে। কিন্তু শেষদিকে ব্রাড ইভান্সের ১৯ ও রায়ান বার্লের অপরাজিত ১০ রানে ইনিংস থামে ৮ উইকেটে ১৩০ রানে।
পাকিস্তানের পক্ষে বোলিংয়ে মোহাম্মদ ওয়াসিম ২৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া স্পিনার শাদাব খান ৩টি ও হারিস রউফ নেন ১ উইকেট।