মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান কেন সংবিধান পরিপন্থি নয়: হাইকোর্ট
পুলিশ কমিশনারের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৩০ অক্টোবর) সকালে বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দ ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ছাড়া শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
রিটকারী আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, অধ্যাদেশের দুইটি ধারা (২৯ ও ১০৫) চ্যালেঞ্জ করা হয়েছিল রিটে। কিন্তু আদালত রিটের আরজি সংশোধন করে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতাসংক্রান্ত ২৯ ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এই রিটে প্রাথমিক শুনানির পর রোববার (৩০ অক্টোবর) আদেশের জন্য রেখেছিলেন আদালত। সেদিন আদালত এই রিটে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বক্তব্য শোনেন। বিধানটির পক্ষে অবস্থান নিয়ে শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সেদিন রিটটি খারিজের অনুরোধ করেছিলেন।
সারাদিন/৩০ অক্টোবর/এমবি