অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাবিতে মাস্টার্স করার সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ পাবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সীমিত আসনে মাস্টার্স করা যাবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবির মাস্টার্স প্রোগ্রামে সীমিত আসনে শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
এতে আরও বলা হয়, আন্তঃএকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিভাগ বা ইনস্টিটিউট প্রয়োজনীয় উদ্যোগ নেবে।