দুর্দান্ত টাইগাররা, বৃষ্টির বাধা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে পাহাড় সমান টার্গেট দিয়েছে ভারত। জয়ের জন্য টাইগারদের দরকার ১৮৫ রান।

এই চ্যালেঞ্জে জিততে যেমন শুরুর প্রয়োজন, ঠিক তেমনই শুরু করেছে বাংলাদেশ। মাত্র ২১ বল খেলেই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার লিটন দাস।

কিন্তু এমন অবস্থায় ম্যাচে বৃষ্টির বাগড়া। লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ।

তবে এই বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য আশীর্বাদ। আবারও মাঠে খেলা না গড়ালে ম্যাচে জয় পাবে বাংলাদেশ। বৃষ্টি আইনে জয় পাবে সাকিব আল হাসানের দল। কারণ ডিএল আইনে ১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সাকিব আল হাসানের দল এগিয়ে ১৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

ভারত: ২০ ওভারে ১৮৪/৬ (রাহুল ৫০, রোহিত ২, কোহলি ৬৪*, সূর্যকুমার ৩০, পান্ডিয়া ৫, কার্তিক ৭, আকসার ৭, অশ্বিন ১৩*; তাসকিন ৪-০-১৫-০, শরিফুল ৪-০-৫৭-০, হাসান ৪-০-৪৭-৩, মুস্তাফিজ ৪-০-৩১-০, সাকিব ৪-০-৩৩-২)।

সারাদিন/০২ নভেম্বর/এমবি