এবারও মঞ্চে খালি চেয়ার রেখে বরিশালে সমাবেশ শুরু

বরিশাল প্রতিনিধি:বরিশাল প্রতিনিধি:
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সংগৃহীত ছবি-

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। শহরের জোহরবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টার পর থেকেই শুরু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বিকেল ২টায় শুরু হওয়ার কথা ছিল বিভাগীয় এই গণসমাবেশ।

গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

এদিকে সমাবেশে যোগ দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী।

নগরীর বঙ্গবন্ধু উদ্যনে প্রায় ১০ হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে সমাবেশস্থলে। বেলা বাড়ার সাথে সাথে আরও কয়েক হাজার নেতাকর্মী সমাবেশ উপস্থিত হন বলে জানান বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

Nagad

সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।