সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

ছবি- সংগৃহীত

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকা থেকে ১১ রোহিঙ্গা ও ৪ দালালকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (০৯ নভেম্বর) রাতে এপিবিএন কর্মকর্তা পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক চার দালাল হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (৩৬), আইয়ুব (২৬), আমির হোসেন (৩৪) ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম (২০)। তারা রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের মহেষখালী পাড়া এলাকায় জড়ো করেছেন।

পুলিশ সুপার জানান, পাচারকারী একটি চক্রের সদস্যরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুইজন, কুতুপালং ও বালুখালি ক্যাম্পের ১১ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফ মহেষখালীয়া পাড়ার এক বাড়িতে আনেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, “আটক চার দালালের বিরুদ্ধে রাতে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।”

সারাদিন/১০ নভেম্বর/এমবি 

Nagad