টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ কার হাতে উঠবে ট্রফি?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আজ। রোববার(১৩ নভেম্বর) ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শিরোপা লড়াইয়ে নামবে পাকিস্তান আর ইংল্যান্ড। কার হাতে উঠবে ট্রফি?

ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপে ভাগ্যটা পাকিস্তানের সঙ্গে ছিল ছায়ার মতো। যে দলটি আদতে গ্রুপপর্ব (সুপার টুয়েলভ) থেকেই বাদ পড়তে পারতো। হয়তো সমর্থকরা আশাই ছেড়ে দিয়েছিলেন। নিজেদের শেষ ম্যাচের আগেই পাকিস্তান শেষ হয়ে যেতে পারতো, বরং সেটার সম্ভাবনাই বেশি ছিল। অথচ সেই পাকিস্তানই আজ ফাইনালে। এদিকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থেকে ফাইনালে ইংল্যান্ড। ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল।

যেভাবে দেখা যাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনাল

পাকিস্তান-ইংল্যান্ড

Nagad

দুপুর ২টা, গাজী ও টি-স্পোর্টস

সারাদিন.১৩ নভেম্বর