ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫০ হাজার ৭৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৪ জন এবং বাইরে ৩০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ৫০ হাজার ৭৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন।

উল্লেখ্য, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝিতে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।

সারাদিন. ১৬ নভেম্বর

Nagad