সৌদির বিপক্ষে বিকেলে মুখোমুখি আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

ছবি- সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এশিয়ার দল সৌদি আরব।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। তারা টানা ৩৬ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি।

বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ এবারই প্রথমবার। ‘সি’ গ্রুপের আজকের ম্যাচে শক্তি, সাম্প্রতিক ফর্ম, কোনো দিক দিয়েই আর্জেন্টিনার ধারেকাছে নেই সৌদি আরব। আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭৮ এবং ১৯৮৬)।

অন্যদিকে, সৌদির সেরা সাফল্য একবার শেষ ষোলোতে খেলা (১৯৯৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে)। তাই স্বভাবতই এই লড়াইয়ে ফেবারিট আর্জেন্টিনা। সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও সৌদি নিজেদের শেষ ৫ ম্যাচে দুটি জিতেছে, দুটি ড্র আর একটিতে হেরেছে।

সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে অধিনায়ক লিওনেল মেসি বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। একটু চাপ তো সবার মধ্যেই রয়েছে। কারণ সৌদি আরব ভালো দল। ওরা লড়াই করবে। তাই আমাদের ফোকাসড থাকা জরুরি। প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করতে আমরা আশাবাদী।” মেসি আরও বলেন, “এটাই হয়ত আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আমরা সবাই যা চাই সেটা অর্জনের শেষ সুযোগ।”

সাতবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, “আসলে এটা দেখে সত্যিই ভালো লাগে যে এত বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী আমাদের সমর্থন করেন, অনেকে আমাদের জয় দেখতে চান। আমার ক্যারিয়ার জুড়ে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। যেখানেই যাই সেখানেই মানুষ ভালোবাসা উজাড় করে দিয়ে থাকেন। এটা আমি অনুভব করি।”

Nagad

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মার্টিনেজ (গোলরক্ষক), তাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো, মলিনা, ম্যাক আলিস্তার, পারেদেস, দি পল, দি মারিয়া, লাউতারো, মেসি।

সৌদি আরবের সম্ভাব্য একাদশ: আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।

সারাদিন/২২ নভেম্বর/এমবি