চট্টগ্রামে ডাকাতির ৪৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

ছবি- সংগৃহীত

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গতকাল (সোমবার) রাউজান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ ভরি স্বর্ণালংকার, মুদ্রা ও স্বর্ণ বিক্রির নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুসা, সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন, মো: বাপ্পি, সজল শীল, মো: ইদ্রিস প্রকাশ কাজল ও বিপ্লব চন্দ্র সাহা।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গত ২৭ অক্টোবর প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী দুবাই থেকে দেশে আসেন। পরদিন রাতে সপরিবারে তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে রেখে যান তার বয়স্ক বাবাকে। এই সুযোগে গভীর রাতে ডাকাতরা তার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই তার বাবার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দেয়। পরে আলমারিতে থাকা ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও ৫টি মোবাইল ও একটি ট্যাব নিয়ে যায়। ভোর ৪টা পর্যন্ত তারা ওই বাড়িতে ডাকাতি করে। এই ঘটনায় গত ০৯ নভেম্বর সরোয়ার চৌধুরী রাউজান থানায় মামলা দায়ের করেন। এছাড়া তিনি আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের কাছেও লিখিত আবেদন করেন।

নুরুল আবছার আরও বলেন, তার আবেদনের পর এই ঘটনায় র‌্যাব অভিযান শুরু করে। সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাউজান থানাধীন দক্ষিণ গহিরা সিবের ঘাট এলাকার একটি বাসা থেকে ডাকাতির মূলহোতা মুসাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালংকার বিক্রির টাকাসহ মোট ৬ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- গহিরার উত্তর-পূর্ব কোতোয়ালি ঘোনা দলই এলাকার একটি বাড়ি থেকে সাইদুল ইসলাম প্রকাশ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। আবারও তাদের দুইজনের দেওয়া তথ্যমতে- আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে গ্রিল কাটার, ছোরা, টর্চ লাইটসহ ৪৬ ভরি স্বর্ণালংকার, মুদ্রা এবং ডাকাতি হওয়া স্বর্ণ বিক্রির ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।

Nagad

ডাকাতির মালামাল গ্রহণকারী স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব চন্দ্র সাহাকে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদিন/২২ নভেম্বর/এমবি