আর্জেন্টিনার পরাজয়কে কেন্দ্র করে মারামারি, কুপিয়ে জখম
সৌদি আরবের কাছে আর্জেন্টিনা ২-১ গোলে হেরে যাওয়ায় কথা-কাটাকাটির জেরে দুই কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহত দুজনকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে রের্ফাড করেন ।
আহতরা হলেন ১৮ বছর বয়সী আল আমিন ও ১৬ বছরের মেহেদী হাসান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বক্তারপুর এলাকায় আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিল কিছু মানুষ। খেলা শেষে আর্জেন্টিনা হেরে গেলে কিশোর বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ২০-২২ জন মিলে মেহেদী ও আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু হিসেবে পরিচিত।
ঘটনার পর আহত দুই কিশোরকে উদ্ধারে এগিয়ে আসেন আশপাশের মানুষ। পরে তারা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ‘দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল-আমিনের শরীরে প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাদিন. ২৩ নভেম্বর