মেসির জন্য আজ অগ্নিপরীক্ষা, কোনো সমস্যা নেই বললেন স্কালোনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায় লিওনেল মেসিরা। ফলে বিশ্বকাপের মঞ্চে শুরুতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। সেই হিসেবে মেক্সিকোর বিপক্ষে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ।

এখান থেকেও তো ফিরে আসার সুযোগ থাকছে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বাকি দুই ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। তবে এজন্য তো খেলোয়াড়দের শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকাও বেশ জরুরি-বলে মনে করেন কোচ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তেমন অভিজ্ঞতাসম্পন্ন না হলেও দলকে শেষ তিন বছরে দারুণভাবে গড়ে তুলেছিলেন। তবে বিশ্বকাপে এসে সেটি দেখাতে পারেননি। এই ম্যাচে তার কৌশল ঠিক করতে হবে জেতার জন্য। যেহেতু জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচের পর বেশকিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনার একাদশে। সেই বিকল্প ভালো মানের প্লেয়ার আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চে আছে। মেক্সিকো লাতিনের দল। তাদের খেলার ধরনও আর্জেন্টিনার মতো। বলতে গেলে ম্যাচটি বেশ উপভোগ্য হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে কোচ স্কালোনি সাফ জানিয়ে দিলেন, মেসির কোনো সমস্যা নেই। এমনকি আর্জেন্টাইন অধিনায়ক শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ আছেন।

শনিবার (২৬ নভেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় এবারের বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই আর্জেন্টিনার।

Nagad