ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতাঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী ও মেয়ে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি কামাল হোসেন জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Nagad

সারাদিন/২৭ নভেম্বর/এমবি