লজ্জার হার কাতারের, নকআউট পর্বে নেদারল্যান্ডস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডের শিকার হলো কাতার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে টানা তিন হারে সবার আগে বিশ্বমঞ্চ থেকেই ছিটকে গেল মধ্যপ্রাচ্যের দেশটি। কাতারের হ্যাটট্রিক হারের দিনে সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কাতারের আল বাইত স্টেডিয়ামে নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।

শেষ ম্যাচ জয়ে ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে সাবেক রানার্সআপরা। অন্য দিকে আগেই বিদায় নেওয়া কাতার ঘরের বিশ্বকাপে একটি গোলও করতে পারলো না। তাদের লজ্জার বিদায়টা হলো শূন্য হাতে।

এদিকে এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলো লুইস ফন গালের নেদারল্যান্ডস। অন্যদিকে তিন ম্যাচ খেলেও শূন্য পয়েন্টের খালি হাতে ফিরল কাতারিয়ানরা।