হঠাৎ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেলেন পুতিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

ছবি- সংগৃহীত

সিঁড়ি থেকে হঠাৎ পড়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনাটি ঘটেছে পুতিনের মস্কোর সরকারি বাসভবনেই। এমনই দাবি করেছে পশ্চিমের সংবাদমাধ্যমগুলো একটি অংশ।

পুতিন পড়ে যাওয়ার পরই তাকে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। ছুটে আসেন সরকারি চিকিৎসকের দল। এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে জানিয়েছে, বুধবার মস্কোতে তার সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পা পিছলে সিড়ির পাঁচ ধাপ নিচে পড়ে যান তিনি এবং সরাসরি কোমরে আছাড় খেয়ে পড়েন। কোলন ক্যানসারে আক্রান্ত পুতিনের এমনিতেই পাকস্থলিতে সমস্যা রয়েছে।

পুতিনের স্বাস্থ্যের দিকে নজর রাখা সূত্রের দাবি, সিঁড়ির সামনেই তিনজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিলেন। সাথে সাথে তারা ছুটে গিয়ে পুতিনকে উদ্ধার করেন এবং সামনের একটি সোফায় নিয়ে গিয়ে বসান। সাথে সাথে চিকিৎসকদের ডাকা হয়।

দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকায় পুতিনের সাথে সবসময়ই চিকিৎসকদের রাখা হয়। ঘটনার সময়ও বাড়িতেই দুইজন চিকিৎসক ছিলেন। তারাই রুশ প্রেসিডেন্টের চিকিৎসা করেন।

Nagad

সারাদিন/০৪ ডিসেম্বর/এমবি