চিনির দাম বেশি রাখলে কারাগারে যেতে হবে: বাণিজ্যমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

সংগৃহীত ছবি

সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে চিনি বিক্রি করলে তাকে প্রয়োজনে কারাগারে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে বাণিজ্যমন্ত্রী এই কথা জানান।

টিপু মুনশি বলেন, “আপনারা দেখছেন আমাদের ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে৷ এখন আমরা চিন্তা করছি, এর বাইরে যদি প্রয়োজন হয় জেলের ব্যবস্থা করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “একটা কথা ঠিক, বাজারে যারা ব্যবসায়ী তারা ফেরেশতা না। কিন্তু আমরা যে দাম নির্ধারণ করে দেই, সেটা দিতে হবে তা কিন্তু নয়। দাম কত হওয়া উচিত সেটা নির্ধারণ করে দেই। তার পরও দেখি কোথাও কোথাও চিনি নিয়ে সুবিধা নিয়েছে। তবে আমাদের কাগজপত্র বলে প্রচুর পরিমাণ চিনি রয়েছে, পাইপলাইনেও আছে৷”

সারাদিন/০৪ ডিসেম্বর/এমবি

Nagad