ইবির চতুর্থ মেধাতালিকায় ‘কাটমার্ক’ ৭৭

ইবি প্রতিনিধি:ইবি প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষেও চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় তিন ইউনিটে নতুন করে মোট ৪২৮ জনের মধ্যে ‘এ’ ইউনিটে ১৮৭, ‘বি’ ইউনিটে ১৫৩ ও ‘সি’ ইউনিটে ৮৮ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলসহ ‘কাটমার্ক’ যথাক্রমে ৮০.৬৬, ৭৭.৬৮ ও ৭৯.৮১।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৭৯৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ১৪-১৮ ডিসেম্বরের মধ্যে পঞ্চম তালিকা প্রকাশ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭-১০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ভর্তি আবেদন ও ৮-১১ ডিসেম্বরের মধ্যে বিশ^বিদ্যালয়ে স্বশরীরে এসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সারাদিন. ৭ ডিসেম্বর