হোয়াইটওয়াশ মিশনে টস জয় লিটনের, ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ
ইতেমধ্যে সিরিজ জয় হয়েছে বাংলাদেশের। এবার এই ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে লিটন-সাকিব বাহিনী। শনিবার (১০ ডিসেম্বর) সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
এর আগের প্রথম আর দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছিলেন লিটন। আজও (শনিবার) জিতলেন।
প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি দেখাবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ :
লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।
ভারতীয় একাদশ :
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
সারাদিন. ১০ ডিসেম্বর. আর