শাহজালাল বিমানবন্দরে ২৭ হাজার লিটার তেলবাহী লরিতে আগুন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে দুইটি তেলবাহী ট্যাংক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা তেলবাহী গাড়িটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিলো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, তৃতীয় টার্মিনালে রাখা ডিজেলবাহী দুইটি লরিতে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, তৃতীয় টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহে নিয়োজিত একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন অন্য ট্রাকেও লেগে যায়। প্রথমে আগুন লাগা ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের।

আগুনে আরেকটি ট্রাক পুড়ে গেছে। ট্রাকটিতে মোট ২৭ হাজার লিটার ডিজেল ছিল। পুড়ে যাওয়া ট্রাকের চালকের নাম গোলাম মোস্তফা।

সারাদিন/১৪ ডিসেম্বর/এমবি

Nagad