গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বন্ধ ফ্ল্যাট থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আবু সুফিয়ান (৩৯) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। আবু সুফিয়ান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, তারা মহানগরীর কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। আবু সুফিয়ান দৈনিক ভিত্তিতে কাজ করতেন। আর নাসরিন স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার (১৭ ডিসেম্বর) নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর লাশ উদ্ধার করা হয়।
আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি নাশকতা কি-না খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল আরিফিন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি।
সারাদিন/১৭ ডিসেম্বর/এমবি