কাতার বিশ্বকাপ ২০২২: ম্যাচ জেতার পর যা লিখলেন নেইমার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি, বন্ধুর এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি নেইমার। রোববার (১২ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ম্যাচের প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতা থাকে। সেখানে জোড়া গোল করেন মেসি। পরে টাইব্রেকারেও একটি গোল উপহার দেন। অবশেষে লিওনেল মেসির হাত ধরেই ৩৬ বছরের অপেক্ষার অবসান হলো আর্জেন্টিনার। শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।

বার্সেলোনায় থাকাকালে মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। সেই বন্ধুত্বের বন্ধনে মেসিকে পিএসজিতে টেনে নেন নেইমার। যা আজও অটুট। জেতার পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মেসির গোল্ডেন বল জেতা ও ট্রফিতে চুমু দেওয়া ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে নেইমার স্প্যানিশ ভাষায় লিখেন ফেলিসিদাদেস হারমানো। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘অভিনন্দন ভাই’।

বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই। নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন।

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতালেন লিওনেল মেসিরা।