পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়ল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

পুঁজিবাজারে ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য সময় বা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের এ সীমা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। ফলে প্রতিষ্ঠানগুলো আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানায়।

সার্কুলারে বলা হয়, পুঁজিবাজারে ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে, সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কম্পানি আইন ১৯৯১-এ বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সারাদিন. ২০ ডিসেম্বর