সিলেটে শীতবস্ত্র বিতরণ করেন ‘৯৮ ব্যাচে’র শিক্ষার্থীরা
সিলেটে শীতার্ত মানুষের পাশে বৌদ্ধ অনলাইন মুখপাত্র “ধম্মকথা” উদ্যোগে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান উপজেলাধীন পূর্ব-গুজরা হোয়ারাপাড়া গ্রামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র এসএসসি ১৯৯৮ ব্যাচ’র শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য ধম্মকথা দীর্ঘ ছয় বছরের ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ মানবিক কর্মকাণ্ড করে চলেছে। অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র ‘৯৮ ব্যাচ দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগিতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
সিলেট শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিজয়ের মাসে মহান বিজয় দিবস উপলক্ষে ২৩ ডিসেম্বর (শুক্রবার) সিলেটের নবাবরোডস্থ আল-মদিনা ইন্টান্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গণে কিছু শীতার্ত গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পুণ্যভূমি’র প্রকাশক, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, উদ্বোধন ছিলেন আল-মদিনা ইন্টান্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সেবু বড়ুয়া, তমাল বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সালমা আক্তার সুমি, শাম্মি বেগম, ধম্মকথা’র সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়া, শেলু বড়ুয়া, লতিফা আক্তার শিমু, সেতু বড়ুয়া, মোঃ শাহারিয়ার ইসলাম, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা, হিমেল বড়ুয়া, অবন্তীকা বড়ুয়া তৃধা প্রমুখ।
ধম্মকথা ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
বিতরণ কাজে বক্তারা বলেন, সুদূর চট্টগ্রাম থেকে অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা সিলেটে শীতবস্ত্র বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয় ঋতুর দেশ বাংলাদেশ, শীত ঋতু চলমান এই শীতে এভাবে মানবিক মানুষ গুলো, মানবিক সংগঠন গুলো শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে সহযোগিতা হাত বাড়িয়ে পাশে দাঁড়ান তাহলে দেশের শীতার্ত গরীব অসহায় মানুষেরা কিছুটা শীতের কষ্ট নিবারণ করতে পারবে। তাই সকলের প্রতি আহবান আপনারা সকলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।