বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়ন বাংলাদেশ
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিকরা।
ফাইনাল ম্যাচটি যে এমন রোমাঞ্চকর হবে সেটা হয়তো কেউই ভাবেনি। প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি সেটে ঘুরে দাঁড়িয়ে লাল-সবুজ জার্সিধারীদের চাপে ফেলে দেয় কিরগিজরা।
কিন্তু চতুর্থ সেট জিতে ফাইনাল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে স্বাগতিকরা। পঞ্চম সেটে স্নায়ু ধরে রেখে রোমাঞ্চকর ফাইনাল জিতে নেয় তানভির-তন্ময়রা।
এদিন সকালে নেপালকে ৩-২ সেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এছাড়া ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সারাদিন/২৬ ডিসেম্বর/এমবি