ঢাকা বিভাগ ও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার হারুন অর রশিদ
ঢাকা বিভাগ ও ঢাকা জেলার ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হারুন অর-রশিদ। ঢাকা বিভাগের মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ঢাকা বিভাগের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা রেঞ্জ অফিসে তাকে এ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
জানা যায়, ওয়ারেন্ট তামিল, চোরাই মোবাইল উদ্ধার সহ ও সমাজের অপরাধ নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে বিভাগীয় পুলিশ।
এ সভায় আরও উপিস্থত ছিলেন, ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমান ও অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী সহ বিভাগীয় পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগন।
আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হারুন অর-রশিদ বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করলাম। তার এ অভূতপূর্ব সাফল্যে আশুলিয়ার থানা এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রাজবাড়ী জেলার সদর থানাধীন বানীবহ গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন হারুন অর রশিদ। তার পিতার নাম খলিলুর রহমান (মিলন), দুই ছেলে ও এক মেয়ের মধ্যে হারুন অর রশিদ পরিবারের বড় সন্তান। হারুন অর রশিদ ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগ্যদান করেন।