ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী সংবাদদাতা:রাজবাড়ী সংবাদদাতা:
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বড় নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার এই ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, নদীতে কুয়াশার প্রকোপ বেশি থাকায় নৌপথে চলাচলের দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় মাঝ নদীতে ৩টি ফেরি যানবাহন নিয়ে আটকা পড়ে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হবে বলেও তিনি জানান।