বৈদ্যুতিক তারে জ্বলন্ত ফানুস, মেট্রোরেল চলাচল বন্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

বৈদ্যুতিক তারে ফানুস আটকে থাকায় দুর্ঘটনা এড়াতে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে।

গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, থার্টি ফাস্ট উদযাপনে উড়ানো ফানুস মেট্রোরেলের লাইনে ও বৈদ্যুতিক তারে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান।

Nagad