আলমগীরের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

হাইকোর্ট, ছবি- মুস্তাঈন বিল্লাহ

শেয়ারবাজারে চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) এমডি সৈয়দ হামজা আলমগীরের দুবাই পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (০২ জানুয়ারি) বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসাথে এই ঘটনা কি ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও আইসিবিকে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দুবাই পাড়ি জমিয়েছেন সৈয়দ হামজা আলমগীর। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।

সারাদিন/০২ জানুয়ারি/এমবি

Nagad