জামিনে মুক্তি পেলো ইরানের অভিনেত্রী আলিদুস্তি
জামিনে মুক্তি পেয়েছেন ইরানের শীর্ষ অভিনেত্রী তারানেহ আলিদুস্তি (৩৮)। বুধবার (০৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘রয়টার্স’-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
গত সেপ্টেম্বরে তেহরানে হিজাব আইনে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনি নামের ওই তরুণীর মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্রে করে গত ১৬ সেপ্টেম্বর থেকে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানে।
বিক্ষোভের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থার সমালোচনা করায় কয়েক সপ্তাহ আগে অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
অভিনেত্রী আলিদুস্তির আইনজীবীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, আলিদুস্তিকে ১৭ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। আজ তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, তেহরানের কারাগার থেকে বের হবার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী আলিদুস্তির কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে।
দীর্ঘদিন ধরেই ইরানি চলচ্চিত্রে কাজ করছেন অভিনেত্রী আলিদুস্তি। ২০১৭ সালে অস্কারজয়ী ‘দ্য সেলসম্যান’ সিনেমাতে আলিদুস্তির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।
সারাদিন/০৫ জানুয়ারি/এমবি