আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

কীটনাশক ব্যবহার, কৃষি বিভাগের পরামর্শ শুনছেন না কৃষকরা

কৃষি বিভাগ বলছে, রাসায়নিক সার ও কীটনাশকের পাশাপাশি জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জৈব কীটনাশকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, পরিবেশ ভালো থাকে এবং কৃষক ও ভোক্তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। কিন্তু কৃষকরা এসব পরামর্শের তেমন গুরুত্ব দিচ্ছেন না। তারা বলছেন, কীটনাশক স্প্রে না করলে কীটপতঙ্গের আক্রমণে ফসল নষ্ট হয়ে যায়।সরেজমিন মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, ফুলকপি, বেগুন থেকে শুরু করে সব ধরনের সবজি চাষেই ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণে কীটনাশক। প্রায় পঁচিশ বছর ধরে মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে শিমের বাণিজ্যিক আবাদ হয়ে আসছে। এ গ্রামের ৯০ ভাগ জমিতে শিম চাষ হয়। মুলাডুলি ইউনিয়নের প্রতিটি গ্রামেই কম-বেশি শিম ও ঢেঁড়শের আবাদ হচ্ছে। তবে শিমের মৌসুমে বাতাসে ভেসে বেড়ায় কীটনাশকের গন্ধ। সূত্র: দৈনিক বাংলা

শিশুদের স্কুলে পাঠানোর সামর্থ্যও হারাচ্ছেন বাবা-মা
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট
স্বাধীনতার পর সব থেকে খারাপ অর্থনৈতিক সংকটের কারণে ছয় মাস আগেও কঠিন সময় দেখেছে শ্রীলঙ্কা। ব্যাপক অস্থিরতার পর দ্বীপ দেশটি এখন শান্ত হলেও বেকারত্ব আর উচ্চ দ্রব্যমূল্যের প্রভাব দৃশ্যমান হচ্ছে পরিবারগুলোতে। একটি ঘটনা দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ১০ বছরের মালকি এতই উচ্ছ্বসিত যে, ভোরে কোনোভাবেই আর বিছানায় থাকতে চাইছিল না। অন্য চার ভাইবোনের চেয়ে এক ঘণ্টা আগেই সে ঘুম থেকে উঠেছে, যাতে নখের লাল পলিশ তুলে ফেলতে পারে। তার এই উচ্ছ্বাসের কারণ, আবারও সে স্কুলে ফিরছে, সে জন্যই পরিপাটি হতে চায়। মালকি ফের স্কুলে ফেরার সুযোগ পেলেও অন্য ভাইবোনদের বাড়িতেই থাকতে হচ্ছে। তার পরিবার এখন সবার পড়ালেখার খরচ চালাতে অক্ষম, এ জন্য কেবল সে-ই স্কুলে যাচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে চরম অর্থনৈতিক সংকটে দেশটির রাজনৈতিক পটপরিবর্তন হয়। পরিবর্তন হয় সরকারও। এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশটি। কিন্তু গণবেকারত্ব ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবারগুলো দিশাহারা অবস্থায় দিন কাটাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।

নেইমারকে ‘পানির দামে’ বেচে দেবে পিএসজি!

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নাকি পার্ক দেস প্রিন্সেসে চান না কিলিয়ান এমবাপ্পে। সংবাদ মাধ্যমের মতে, ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স তারকা পিএসজি কর্তৃপক্ষকে বলেছেন, ‘হয় প্যারিসে আমি নয়তো নেইমার।’ কোচ ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও পিএসজি তাই আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। সংবাদ মাধ্যম ফিকাজেস এমনই দাবি করেছে। তারা জানিয়েছে, শুধু নেইমারকে বিক্রির জন্য বাজারে তুলবে না পিএসজি কম দামে ছেড়েও দেবে। এবং সেটা তাকে কেনা দামের এক চতুর্থাংশ অর্থাৎ মাত্র ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি হলেই ছেড়ে দেবে পিএসজি। নেইমার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামে কেনা ফুটবলার। ২০১৭ সালে তাকে বার্সেলোনা থেকে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। ওই একই মৌসুমে এমবাপ্পকে কেনে প্যারিসের ক্লাবটি। কিন্তু নেইমার প্যারিসে এসে তার বার্সার ফর্ম দেখাতে পারেননি। ফিট থাকলে নেইমার কখনও দলকে হতাশ করেননি। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ইনজুরিতে পড়েছেন বেশি। সূত্র: সমকাল

আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করলেন প্রিন্স হ্যারি

Nagad

আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টারে পাইলট হিসেবে দায়িত্ব পালনের সময় ২৫ জনকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি। আত্মজীবনীতে এ কথা স্বীকার করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।শিগগিরই প্রিন্স হ্যারির এই আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে। তবে আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত গতকালের আগেই বিক্রির জন্য দোকানে রাখা হলে সেখান থেকে চম্বুকাংশ প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। অবশ্য পরে দোকান থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়। ৩৮ বছর বয়সী ডিউক অব সাসেক্স তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করেন। প্রথমবার ২০০৭-০৮ মেয়াদে বিমান হামলার ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কলিংয়ে দায়িত্ব পালন করেন প্রিন্স হ্যারি। পরে ২০১২-১৩ মেয়াদে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে অটোমোবাইলের বাজার
টয়োটাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল জিএম

যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানের মুকুট ফিরে পেয়েছে জেনারেল মোটরস (জিএম)। ২০২২ সালের বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর আগে ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে জিএম জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে শীর্ষস্থান হারিয়েছিল।মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির তথ্য অনুসারে, ১৯৩১ সাল থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন বিক্রিতে শীর্ষ অবস্থানে ছিল জিএম। সে সময় সংস্থাটি আরেক মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটরকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছিল। তবে ২০২১ সালে কভিডজনিত প্রতিবন্ধকতায় উৎপাদন ব্যাহত হওয়ায় টয়োটার কাছে অবস্থান হারিয়েছিল সংস্থাটি।জিএম জানিয়েছে, ২০২২ সালে সংস্থাটি যুক্তরাষ্ট্রে ২২ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। বিশেষ করে গত বছরের শেষ তিন মাসে সংস্থাটির গাড়ি বিক্রি বছরওয়ারি ৪১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। যদিও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় ৭-১০ শতাংশ কমেছে। অন্যদিকে টয়োটা জানিয়েছে, গত বছর সংস্থাটি যুক্তরাষ্ট্রের ২১ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কম। যদিও সংস্থাটি সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা অনেকটা কাটাতে পেরেছিল। বিশেষ করে অন্য প্রতিষ্ঠানের তুলনায় টয়োটা চিপ ঘাটতির প্রভাব কম অনুভব করার কথাও জানিয়েছিল। গত বছর অটোমোবাইল শিল্প সরবরাহে বাধার কারণে গাড়ির ঘাটতি এবং উল্লেখযোগ্য হারে খরচ বাড়ার মুখোমুখি হয়েছিল। বিশ্লেষকরাও আগেই সতর্ক করেছিল, গাড়ির চাহিদা ধীর হতে পারে। কারণ ক্রমবর্ধমান সুদের হার গাড়ির জন্য ঋণ গ্রহণেও গ্রাহকদের নিরুৎসাহিত করেছে। সূত্র; বণিক বার্তা।

ফের যুদ্ধ বন্ধের প্রস্তাব পুতিনের
শর্ত মানলেই শান্তি : মস্কো * একতরফা যুদ্ধবিরতির আহবান এরদোগানের

আবার ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবারও সেই আগের শর্ত-সংযুক্ত চার অঞ্চলকে স্বীকৃতি দিতে হবে। বৃহস্পতিবার ক্রেমলিনের দেওয়া বিবৃতিতে এ তথ্য উঠে আসে। জানানো হয়, ‘পুতিন নিশ্চিত করেছেন ইউক্রেন বাস্তবতা মেনে নিলেই কেবল শান্তি আলোচনা সম্ভব।’ শান্তি আলোচনায় বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে বসেন পুতিন। আলোচনায় পুতিনকে ‘একতরফা যুদ্ধবিরতি’ ঘোষণার আহ্বান জানান এরদোগান। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক আলোচনার কথাও ছিল তার। খবর এএফপির।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শুরু থেকেই মধ্যস্থতা করে যাচ্ছে উভয় দেশের মিত্র তুরস্ক। এদিন ফোনে পুতিনকে তিনি বলেন, ‘শান্তি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য যুদ্ধবিরতির প্রয়োজন।’ গত বছর সেপ্টেম্বরের শেষদিকে গণভোটের মাধ্যমে ইউক্রেনের চার অঞ্চল নিজ ভূখণ্ডে সংযুক্ত করে মস্কো। অধিকৃত অঞ্চলগুলো হলো দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজঝিয়া ও খেরসন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন : চলমান ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া। অ্যাডমিরাল গোরশকোভ নামের এই ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর অংশে তৎপরতা চালাবে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে নতুন এই যুদ্ধজাহাজ মোতায়েনের তথ্য জানান। খবর আলজাজিরা। সূত্র: যুগান্তর

সাড়ে ৮টার পর দোকান বন্ধ! সরকারের নির্দেশ মানতে নারাজ পাকিস্তানের ব্যবসায়ীরা

অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জ্বালানি খরচ কমাতে পাকিস্তানে রাত সাড়ে ৮টার মধ্যে সকল দোকানপাট, বাজার ও শপিংমল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।মঙ্গলবার (৩ জানুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, মন্ত্রিসভা অনুমোদিত এই পদক্ষেপের ফলে দেশটির প্রায় ৬২ বিলিয়ন রুপি (২৭৩ মিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয়ের আশা করা হচ্ছে।তবে সরকারের নির্দেশনা মানতে নারাজ পাকিস্তানের ব্যবসায়ী ও দোকান মালিকেরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার দেশটির বৃহত্তম শহর লাহোর, করাচি এবং পেশোয়ারে সরকারের বেধে দেওয়া সময়ের পরেও সব বড় বড় শপিংমল এবং বাজারে দোকানপাট খোলা থাকতে দেখা যায়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের ব্যবসায়ীদের সংগঠন সারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ ইসহাক রয়টার্সকে বলেন, “আমরা এই নির্দেশ পুরোপুরি প্রত্যাখ্যান করছি।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ!

ঘানার সুলেমান আবদুল সামেদের উচ্চতা এখন ৯ ফুট ৬ ইঞ্চি বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। তাই যদি হয়, তবে বর্তমানে তিনিই সম্ভবত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।সম্ভবত বলছি এ কারণে, সুলেমান এখন যেখানে থাকেন, সেখানে স্বাস্থ্যকেন্দ্রে উচ্চতা মাপার এমন কোনো স্কেল বা পরিমাপক নেই, যা দিয়ে তার উচ্চতা ঠিকঠাক পরিমাপ করা যায়।প্রতি তিন-চার মাস অন্তর সুলেমান স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যান। এবারও যখন গেলেন, তখন সেখানকার নার্সরা তার উচ্চতা মাপতে গিয়ে বিশাল ঝামেলায় পড়ে গেলেন। খুঁজে পেতে এমন এক স্কেল নিয়ে এলেন, যেটির দৈর্ঘ্য সুলেমানের চেয়ে কম। এরপর নানা কেচ্ছা-কাহিনি করে একজন টুলের ওপর দাঁড়িয়ে প্রথমে তাকে দেয়ালের সমান্তরালে দাঁড় করিয়ে মাথা বরাবর দেয়ালে দাগ দিলেন। এরপর গজফিতা দিয়ে সেই দাগ পর্যন্ত মাপলেন। এভাবে ম্যানুয়ালি মাপজোখের পর তারা সুলেমানের এই উচ্চতা বের করলেন। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম ওঠা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হলেন তুরস্কের ৪০ বছর বয়সী সুলতান কোজেন। তার উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। সেই হিসাবে সুলেমানেরই এখন সবচেয়ে লম্বা মানুষ হওয়ার কথা। সূত্র: দৈনিক বাংলা ।

অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে মুক্তি দিল ইরান

সরকারবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশের কারণে গ্রেপ্তার ইরানের বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে জামিনে মুক্তি দিয়েছে দেশটির সরকার।আলিদোস্তির আইনজীবীর বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএলএনএ বুধবার এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তারা প্রকাশ করেনি।ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ নিয়ে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে গত ১৭ ডিসেম্বর তারানেহ আলিদোস্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর তীব্র সমালোচনা করেছিলেন। ২০১৭ সালের অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে খ্যাতি পাওয়া ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী মোহসেন শেকারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলা আন্তর্জাতিক সংস্থাগুলোরও সমালোচনা করেন সে সময়। সূত্র: বিডি নিউজ

বলিউডের ওপরে নজরদারি চালাবে ভারতের ‘ধর্ম সেন্সর বোর্ড’

হিন্দুদের অন্যতম শীর্ষ ধর্মগুরু শঙ্কারাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ দিল্লিতে এক সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের ওপরে আঘাত দিতে পারে, এমন সিনেমা, সিরিয়াল, নাটক, বই – সবকিছুর ওপরে নজর রাখার জন্য একটা বেসরকারি সেন্সর বোর্ড তৈরি করছেন তিনি। তার কথায়,”যখন কোনও সিনেমায় কোনও ধর্মকে খাটো করে দেখাতে হয়, সেটা হিন্দু ধর্মকেই দেখানো হয়। আর অন্যান্য ধর্মগুলিকে ভালভাবে চিত্রায়িত করা হয়। বলিউড, টিভি সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম – সব জায়গাতেই হিন্দু দেবদেবীদের লাগাতার অপমান করে যাওয়া হচ্ছে। এটা আটকাতেই ধর্ম সেন্সর বোর্ড তৈরি করা হচ্ছে।” সূত্র; বিবিসি বাংলা।