মাধবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, রাতে প্রচন্ড কুয়াশা পড়েছিল। নিহতরা সবাই মৌলভীবাজারে সমশেরনগরের বাসিন্দা । তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিস্তারিত আসছে

Nagad