খুলনায় ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

খুলনা সংবাদদাতাখুলনা সংবাদদাতা
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

ছবি- সংগৃহীত

খুলনার আড়ংঘাটা সড়কে পাশে পাটের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে থেমে থেমে গোডাউনের ঝুট থেকে আগুন জ্বলতে দেখা গেছে। বর্তমানে আগুন নির্বাপনের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন নির্বাপনের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে। এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।

Nagad

সারাদিন/০৭ জানুয়ারি/এমবি