পৈতৃক জমি পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈতৃক জমি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। সব জায়গা চাষ উপযোগী করে তুলতে হবে।
আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে নিজেদের পৈতৃক জমি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
জলাভূমির ওই অঞ্চলের জমিগুলো বছরের ৮ থেকে ৯ মাস পানির নিচেই থাকে। ভাসমান বেডে সবজি ও অন্য ফসল চাষ করে জমিগুলো চাষ উপযোগী করে তোলার বিষয়ে নির্দেশনা দেন বঙ্গবন্ধুকন্যা।
দেশের সব অনাবাদি-পতিত জমি চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।’
এরপর বিকেলে ঢাকায় ফেরার আগে টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।
সারাদিন. ৭ জানুয়ারি