টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় চার যাত্রী নিহত
টাঙ্গাইলের ভূঞাপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলায় ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ফরিদুল ইসলাম জানান, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠনো হয়েছে।
সারাদিন/১১ জানুয়ারি/এমবি