চারদিনেই বিজয়-রাশমিকার ‘বারিসু’ আয় ১০০ কোটি

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘বারিসু’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সাড়া ফেলছে।

মুক্তির মাত্র চারদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রীতিমত রেকর্ড গড়লো তামিল এই সিনেমাটি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার সিনেমা ‘বারিসু’। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। এছাড়াও সিনেমাটির পরিচালনায় রয়েছেন ভামসি পায়দিপল্লী।

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, ‘বারিসু’ মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৪৬.৯ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে আয় করেছে ২০.৮৫ কোটি রুপি ও তৃতীয় দিনে ১৭ কোটি রুপি এবং চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী তামিল সিনেমা ‘বারিসু’র মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিশ্বব্যাপী তিন হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমা ‘বারিসু’র নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

সারাদিন/১৫ জানুয়ারি/এমবি 

Nagad