আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

সিন্দুকের অলংকার বিক্রির কি এখনই সময়

পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম। চলতি বছরের প্রথম দুই সপ্তাহেই ভরিতে ৫ হাজার টাকা দাম বেড়েছে। আর সাড়ে ছয় হাজার টাকা বাড়লেই লাখ টাকা ছোঁবে দামি এই ধাতু। হু হু করে দাম বাড়তে থাকায় যাঁরা অলংকার তৈরির পরিকল্পনা করছিলেন, তাঁরা পড়েছেন মহা দুশ্চিন্তায়। জুয়েলার্স ব্যবসায়ীরাও ক্রেতার দেখা পাচ্ছেন না। তবে সোনার তৈরি পুরোনো অলংকার যাঁদের সিন্দুকে রয়েছে, তাঁরা আছেন ফুরফুরে। হিসাব করছেন, বেচে দিলে দাম কেমন মিলবে। আবার মনের মধ্যে প্রশ্ন আসছে, দাম কি আরও বাড়বে? তাহলে আপাতত বিক্রি না করাই ভালো।সোনার দাম কি আরও বাড়বে—শেষের এ প্রশ্নের উত্তর আগে খোঁজার চেষ্টা করা যাক। প্রথম কথা হচ্ছে, সামনের দিনে দাম বাড়বে কি না, সেটি এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে সোনার দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার ‘সোনায় সোহাগা’। যত বেশি মূল্যস্ফীতি, তত বেশি সোনার মূল্যবৃদ্ধি। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে গেছে, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ।তারপরের বছর অর্থাৎ ২০২১ সালে উত্থান-পতনের মধ্যেই ছিল সোনার দাম। গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। বিশ্ব অর্থনীতি নতুন করে ঝুঁকির মধ্যে পড়ে। দেশে দেশে মূল্যস্ফীতির রেকর্ড হতে থাকে। তখন সোনার দামও পাল্লা দিয়ে বাড়ে। গত বছরের ৮ মার্চ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ডলার ছাড়িয়ে যায়। তারপর অবশ্য কমতে থাকে। অক্টোবরে ১ হাজার ৬৫০ ডলারে নামে। বছরের শেষ দিকে আবার দাম ঊর্ধ্বমুখী হয়। সূত্র: প্রথম আলো

সিরিজ বৈঠকে ভোট ও র‌্যাব ইস্যু
গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে পরামর্শ দিতে থাকব : লু ॥ গ্রহণযোগ্য হলে পরামর্শ নেব : মোমেন

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যখনই সমস্যা দেখতে পাবে তখনই যুক্তরাষ্ট্র পরামর্শ দিতে থাকবে বলে জানিয়েছেন ঢাকা সফর করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এর জবাবে বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণযোগ্য পরামর্শ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞায় র‌্যাবের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। ডোনাল্ড লু তার সফরে ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশ করতে দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা আসা ডোনাল্ড লু গতকাল সকাল থেকে ঢাকায় সিরিজ বৈঠক করেন। সকালে প্রাতরাশ বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে এ আলোচনা হয়েছে ঘণ্টা দুয়েক। সেখান থেকে বেরিয়ে শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি সেন্টারে যান ডোনাল্ড লু। সেখানেও তিনি দুই ঘণ্টার বৈঠক করেন। পরে চলে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। পরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।এ বৈঠক শেষে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। বাংলায় শুরু করেন নিজের বক্তব্য। তিনি বাংলায় বলেন, মনোমুগ্ধকর অতিথিপরায়ণ মানুষের দেশে বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি। বৈঠক প্রসঙ্গে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা গণতন্ত্র ও মানবাধিকারে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: বিডি প্রতিদিন

কক্সবাজারে ট্রেন যাবে জুনে

আগামী জুন মাসে কক্সবাজারে ট্রেন চলাচল শুরু হতে পারে। এরই মধ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথের ৬৫ কিলোমিটারে রেললাইন বসে গেছে। জুনের মধ্যে বাকি কাজ শেষ করতে চান সংশ্লিষ্ট ব্যক্তিরা। সব ঠিক থাকলে জুনের শেষ নাগাদ ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়া যাবে। বর্তমানে ঢাকার সঙ্গে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরুত্ব ৩২০ কিলোমিটার। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। এর সঙ্গে কক্সবাজার যোগ হলে ঢাকা থেকে পুরো পথের মোট দূরত্ব দাঁড়াবে ৪৬০ কিলোমিটার। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ঢাকায় ডোনাল্ড লু’র ব্যস্ত দিন
যুক্তরাষ্ট্র কারও পক্ষে নয়
র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়াগত বিষয়: গণতন্ত্র ও মানবাধিকার বিকাশে সচেষ্ট ওয়াশিংটন * নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না জানতে চান ডোনাল্ড লু * নির্বাচন হবে সংবিধানের আলোকে -পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন * নির্বাচনে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে পর্যবেক্ষক পাঠাতে পারে

বাংলাদেশে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। গণতন্ত্র ও মানবাধিকার বিকাশে সচেষ্ট ওয়াশিংটন। বিষয়টি খোলাসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোববার ঢাকায় বিভিন্ন পর্যায়ে বৈঠক করে এ বিষয়টিই বারবার ব্যাখ্যা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এ কর্মকর্তা। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা-তাও জানতে চেয়েছেন তিনি। অপরদিকে, বাংলাদেশের যেসব বিষয়ে বাইডেন প্রশাসনে ভুল বোঝাবুঝির দেখা দিয়েছিল; ঢাকার তরফে সেগুলোরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মার্কিন এই কর্মকর্তাকে বলেছেন-বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ থাকলে তা সাদরে গ্রহণ করা হবে। তবে আগামী নির্বাচন হবে সংবিধানের আলোকে। সংবিধানের বাইরে কোনো কিছু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঢাকার অনুরোধে লু কোনো সময়সীমা উল্লেখ না করে বিষয়টি প্রক্রিয়াগতভাবে বিবেচনার আশ্বাস দেন। ডোনাল্ড লু শনিবার সন্ধ্যায় দুদিনের সফরে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন ইস্কাটনের পররাষ্ট্র ভবনে গিয়ে ড. একে আব্দুল মোমেনের (পররাষ্ট্রমন্ত্রী) সঙ্গে নৈশভোজে মিলিত হন। নৈশভোজে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও যোগ দেন। লু রোববার ব্যস্ত দিন কাটান। এদিন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে প্রাতঃরাশের মাধ্যমে তার দিনের সূচনা হয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করেন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে লু’র সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সূত্র: যুগান্তর

গোখাদ্যের মূল্যবৃদ্ধি লাভে ‘গুড়ে বালি’ খামারিদের

বাজারে অন্যান্য পণ্যের মতো চড়া দামের হাওয়া লেগেছে গোবাদিপশুর খাদ্যেও। লোকসান থেকে বাঁচতে খামারিরা গরু বিক্রি করে খামার ছোট করছেন। খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়ানোর কারণে খামার থেকে মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে না। বরং লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত।বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন পশুপালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খড় ও ঘাসের পাশাপাশি গরু-ছাগলকে গমের ভুসি, ডালের খোসা, চালের খুদ, ধানের কুঁড়া এবং বিভিন্ন কোম্পানির তৈরি কৃত্রিম ফিড (দানাদার খাদ্য) খাওয়ানো হয়। অন্তত ৭ জন গোখাদ্য ব্যবসায়ী বলেন, গত ১৫ দিনের ব্যবধানের কেজিপ্রতি গমের ভুসিতে ১০ টাকা, বুটের খোসায় ৮, চালের খুদ ৪, দানাদার ফিড ৬ ও ধানের কুঁড়ায় ২ টাকা বেড়েছে।রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলায় মোট গাভির খামার রয়েছে ১ হাজার ৬৮৮টি। এ ছাড়া কৃষকের ঘরে গৃহপালিত প্রায় ১০ লাখ গরু রয়েছে। বিভিন্ন হাটবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে গোখাদ্য গমের ভুসি বস্তাপ্রতি (৩৭ কেজি) বিক্রি হয়েছে ১ হাজার ২২০ টাকা এবং বুটের খোসা বস্তাপ্রতি (২৫ কেজি) ৯৫০ টাকায়। দানাদার ফিড বস্তাপ্রতি (২৫) ৮২০, চালের খুদ বস্তাপ্রতি (৫০ কেজি) ৮০০, ধানের কুঁড়া (৩৫ কেজি) ৩৬০ টাকায়। আর কেজি হিসেবে প্রতি কেজি গমের ভুসির দাম ছিল ৩২, বুটের খোসা ৩৮, চালের খুদ ১৬, দানাদার ফিড ৩২ ও ধানের কুঁড়া ১০ টাকা।২০২১ সালে গমের ভুসি বস্তাপ্রতি ১ হাজার ৪০০, বুটের খোসা ১ হাজার ২২০, দানাদার ফিড ৯৫০, চালের খুদ ৮৮০, ধানের কুঁড়া ৪৪০ টাকায় বিক্রি হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

রেপোর সুদহার বাড়িয়ে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা
দেশের অর্থনীতি এর চেয়ে খারাপ হবে না: গভর্নর

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, দেশের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে এর চেয়ে আর খারাপ হবে না। তিনি বলেছেন, ‘আমাদের অর্থনীতির যে সহনশীলতা, সেটি অত্যন্ত গভীর। যেকোনো একটি ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না। কভিডের সময় আমরা ঘুরে দাঁড়িয়েছি।’ নতুন মুদ্রানীতিতে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদহার বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চীনের কভিড পরিস্থিতি। গভর্নর এ বিষয়ে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, যত দ্রুত এ তিন চ্যালেঞ্জের সমাধান হবে, বাংলাদেশের অর্থনীতিও তত দ্রুত বাউন্স করবে। বিদ্যমান এ তিন চ্যালেঞ্জের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলেও দেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা আছে, তার চেয়ে খারাপ হবে না। স্বল্পমেয়াদে আমাদের দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে। আমরা আশা করি, ভালো দিন শিগগিরই আসবে।’ সূত্র: বণিক বার্তা।

নতুন মুদ্রানীতির পরিবর্তনগুলো কি মুদ্রাস্ফীতির লাগাম টানতে যথেষ্ট?

মূল্যস্ফীতি, ব্যাংকে তারল্য সংকট, টাকার দরপতনের মতো পরিস্থিতিতে চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।নতুন মুদ্রানীতিতে রেপো রেট বা নীতি সুদ হার বাড়ানো হয়েছে, সেইসাথে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে, ভোক্তা ঋণের সুদহারের সীমা শিথিল করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট ৫.৭৫% থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬% করা হয়েছে। আর রিভার্স রেপো হার আগের ৪% থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.২৫% করা হয়েছে।রেপো রেট শব্দটি রিপারচেজিং অপশন বা পুনঃক্রয় চুক্তি থেকে এসেছে। বাংলাদেশ ব্যাংক নগদ ঘাটতির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদহারে অর্থ ধার দেয় সেটাই রেপো রেট।আর রিভার্স রেপো রেট হল যে সুদহারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে।ভোক্তা ঋণের সুদহার ৩% বাড়িয়ে ১২% করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংক আমানতের বেঁধে দেওয়া সুদহার তুলে দেওয়া হয়েছে। সেইসাথে ক্রেডিট কার্ড ঋণের ক্ষেত্রে কোন সীমারেখা থাকছে না।তবে ভোক্তা ঋণ ছাড়া সব ধরনের ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশেই নির্ধারিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ শিল্প ঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনও ঘোষণা আসেনি। সূত্র; বিবিসি বাংলা।

বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন বন্ধু নিহত

গাইবান্ধার পলাশবাড়ি চৌমাথা মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিদ্যুৎ সরকার, সুভাষ চন্দ্র ও সুমন চন্দ্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে -পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে যাত্রীবাহী আল বারাকা পরিবহনের একটি বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে তিনজনকে বহনকারী একটি মোটরসাইকেল পলাশবাড়ি চৌমাথায় এলে সংঘর্ষ হয়। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

দুবাইয়ে ৭০ বার যাতায়াতকারী জুয়েল আনছিলেন ২ কেজি সোনা
শাহজালাল বিমানবন্দরে আটক তার সহযোগী আগের সপ্তাহে এক চালান পার করে পেয়েছিলেন ২০ হাজার টাকা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি সোনাসহ এক যাত্রী এবং বন্দরে সেবাদানকারী বেসরকারি কোম্পানির এক কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। রোববার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ওই যাত্রীর পাসপোর্টে গত কয়েক বছরে দুবাইয়ে ৭০ বার যাতায়াতের তথ্য মিলেছে।গ্রেপ্তার যাত্রীর নাম মো. জুয়েল (৩০)। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন শাহজালালে সেবাদানকারী বেসরকারি কোম্পানি হেল্পলাইন সার্ভিসের কর্মী আমজাদ হোসেন (৩৭)। বেসরকারি এমন কোম্পানিগুলো যাত্রীদের ব্যগ বহনসহ নানাভাবে বিমানবন্দরের ভেতরে সেবা দিয়ে থাকে।এএপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গ্রেপ্তার জুয়েলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি দুবাইতে থাকেন। সূত্র; বিডি নিউজ

ধর্ষণের পর হত্যা, খাল থেকে শিশুর লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বপ্না (১২) নামের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে রেজাউল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরগোস্তী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাত ১১ টায় চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু স্বপ্না ছোট শিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে। অভিযুক্ত রেজাউল একই এলাকার সোবাহান সর্দারের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ, গত শনিবার সকালে শিশু স্বপ্না বাড়ির পাশের বিলে কলাই শাক তুলতে যায়। পরে রেজাউল স্বপ্নাকে জোরপূর্বক ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এসময় লাশ গুম করতে ফেলে দেয় পার্শ্ববর্তী খালে। স্বপ্নার পিতা বাবুল ফকির কান্না জড়িত কন্ঠে জানান, আমার মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে, আমি আর মেনে নিতে পারছি না। আমি হত্যাকারীর বিচার চাই। সূত্র: রাইজিং বিডি