মেসি-রোনালদো লড়াই আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

ফুটবল বিশ্বের দুই মহা তারকা -লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা পৃথিবীর ফুটবল প্রেমীদের। এবার দুই বছরেরও বেশি সময় পর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা এই দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে।

মূলত মেসি-রোনালদোর লড়াইটা হচ্ছে একটি প্রীতি ম্যাচে। যেখানে সৌদি অল স্টার একাদশ খেলবে পিএসজির বিপক্ষে। এত বছর পর দুই মহাতারকার লড়াই, সেটাও আবার সৌদি আরবের মাটিতে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।

গত ৩০ ডিসেম্বর যখন আল নাসের সঙ্গে কথাবার্তা পাকা করেন এবং ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেন রোনালদো, তখন ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিল মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সম্ভাবনা শেষ! কিন্তু বিশ্ব ফুটবলপ্রেমীদের এই ভুল ধারণা ভাঙতে এক সপ্তাহও সময় লাগেনি। রোনালদোর চুক্তির কয়েক দিন পরই জানা যায়, সৌদি আরবে একটা প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদো-মেসি। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে আজ সেই মেসি-রোনালদোর দ্বৈরথ।

মাঠে বসে খেলা দেখতে পারবেন ৬৮ হাজার দর্শক। কিন্তু এই ম্যাচে টিকিটের আবেদন এসেছে ২০ লাখেরও বেশি।