মন্দার দোহাই! ১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
বিশ্বের অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের পরে এবার মাইক্রোসফ্ট তাদের জনবল কমাচ্ছে। প্রতিষ্ঠানটি ১০ হাজার কর্মী ছাঁটাই করে পাঁচ শতাংশ জনবল কমাচ্ছে। ছাঁটাই হওয়ারা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগদান করেছেন।
বুধবার (১৮ জানুয়ারি, ২০২৩) কোম্পানিটি একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে, ‘খারাপ অর্থনৈতিক অবস্থা এবং গ্রাহকদের অগ্রাধিকার পরিবর্তন করার’ প্রতিক্রিয়ায় ছাঁটাই করা হয়েছিল।
এই ছাঁটাই পর্বের ফলে ২০২৩ অর্থবর্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি রুখতে পারবে বলে মনে করছে মাইক্রোসফট। তবে পাশাপাশি, মাইক্রোসফটের শেয়ার প্রফিটে ১২ শতাংশ নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের জুলাই মাসে বেশ কিছু পদ বিলোপ করেছিল তারা। অন্যদিকে, গত অক্টোবরেও প্রায় ১ হাজার কর্মী সংকোচন করেছিল সত্য নাদেলার সংস্থা।
মাইক্রোসফট কোভিড-১৯ মহামারির সময়ে নেয়া কর্মীর তুলনায় অনেক কম ছাঁটাই করেছে, কারণ এটি তার কর্মক্ষেত্রের সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদা বৃদ্ধিতে সাড়া দিয়েছে যাতে অনেক লোক বাড়ি থেকে কাজ করে এবং পড়াশোনা করে।
ভ্যান্ডারবিল্টের অধ্যাপক হোয়াইট বলেছেন যে সমস্ত শিল্প সম্ভাব্য মন্দার আগে খরচ কমাতে চাইছে। তবে প্রযুক্তি সংস্থাগুলো সুদের হারের দ্রুত বৃদ্ধির জন্য বিশেষভাবে সংবেদনশীল হতে পারে। যা এমন একটি হাতিয়ার যা সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মোকাবিলায় ফেডারেল রিজার্ভ ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেছেন, ‘এটি কারিগরি সংস্থাগুলোকে শিল্প বা ভোক্তা প্রধানদের তুলনায় একটু বেশি আঘাত করে। কারণ মাইক্রোসফটের মূল্যের একটি বিশাল অংশ নগদ প্রবাহসহ প্রকল্পগুলোতে রয়েছে যা কয়েক বছর ধরে পরিশোধ করবে না।’
বর্তমানে মাইক্রোসফটের ২ লক্ষ ২১ হাজার কর্মী কাজ করেন। তার মধ্যে ১ লক্ষ ২২ হাজার কর্মী কাজ করেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় কাজ করেন ৯৯ হাজার কর্মী।
সারাদিন. ১৯ জানুয়ারি