আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

বিজয় কি-বোর্ডের বাধ্যতামূলক ব্যবহার ও ‘মনোপলি গেম’
বিজয় কি-বোর্ডের বাধ্যতামূলক ব্যবহারের ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। কারণ, এই কি-বোর্ডের আবিষ্কারক খোদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। নব্বইয়ের দশকের শেষভাগে যখন অস্ট্রেলিয়ায় থাকতাম, তখন সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার সুবাদে একটি সরকারি সংস্থার কাজকর্মের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তার নাম এসিসি বা ‘অ্যান্টিকম্পিটিশন কমিশন’, যার কাজ ছিল মুক্তবাজার দর্শনে উদ্বুদ্ধ হয়ে প্রতিযোগিতানাশক যেকোনো সংস্থার অপকর্ম চিহ্নিত করা ও ওই সংস্থার টুঁটি চেপে ধরা।বাংলাদেশে এ ধরনের একটা কমিশনের প্রয়োজন অনুভব করবেন সুস্থ ও উন্নতিকামী সবাই। কারণ, নব্বইয়ের দশকের শুরু থেকে বাংলাদেশ প্রতিযোগিতার এক নতুন বাজার অর্থনীতিতে প্রবেশ করেছে এবং তখন থেকেই এর প্রবৃদ্ধি এক নবগতির মাত্রা পেয়েছে। এ বিষয়ে যেকোনো একটা কাগজে প্রবৃদ্ধিরেখা আঁকলে শিশু থেকে বৃদ্ধ সবাই তা ধরতে পারবেন। প্রতিযোগিতা কমিশন ২০১৬ সালে যাত্রা শুরু করলেও তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সূত্র: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধ : ত্রিশালের ৬ জনের ফাঁসির রায়
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছয় আসামির ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (২৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।প্রসিকিউটর তাপস কান্তি বল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিতরা হলেন মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

সারাবাংলা
ইউরোপ যাচ্ছে সিলেটের গোয়ালগাদ্দা শিম

পুষ্টিসমৃদ্ধ সবজি গোয়ালগাদ্দা শিম। এর উৎপাদন প্রধানত সিলেট অঞ্চলে হলেও চাহিদা দেশজুড়ে। শুধু তাই নয়, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হয় বিশেষ জাতের এই শিম। প্রতিদিন গড়ে ৫ হাজার কেজি গোয়ালগাদ্দা শিম রপ্তানি করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।সাধারণ শিমের চাইতে গোয়ালগাদ্দা শিম আকারে অনেকটা বড়। ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা ও ২ থেকে ৩ ইঞ্চি প্রস্থের এই শিম সিলেটে ব্যাপক জনপ্রিয় ও সুস্বাদু। সে কারণেই অন্য শিমের চেয়ে এর চাহিদাও বেশি। এই শিমের নাম গোয়ালগাদ্দা কেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামানের ধারণা, এই শিমের আকার অনেকটা বোয়াল মাছের মতো। আর সিলেট অঞ্চলে বোয়ালকে বলা হয় গোয়াল। সেই গোয়াল থেকেই এই শিমের নাম গোয়ালগাদ্দা হয়ে থাকতে পারে। সূত্র: দৈনিক বাংলা

সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। একদিকে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে গড়িমসি করছে। অন্যদিকে ক্যাম্প থেকে পালিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। চলতি মাসেই সাড়ে সাত শর বেশি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অন্যত্র যাওয়ার পথে ও জালিয়াতি করে পাসপোর্ট বানাতে গিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আটক হয়। খুন, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকান্ডেও জড়িয়ে পড়ছে মিয়ানমারের এই নাগরিকরা। আর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জাল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ তৈরি করে পালাতে সহায়তা করছে কিছু অসাধু বাংলাদেশি। গত ১৮ জানুয়ারি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে পালিয়ে বের হয়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে ৭৫৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পুলিশ। কক্সবাজার শহরের জেল গেট এলাকা থেকে গাড়িবহরটি আটক করা হয়। আটক রোহিঙ্গাদের বড় অংশই আর ক্যাম্পে ফিরত না বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন ১৯ জানুয়ারি নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে পালিয়ে এসে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে স্থানীয়দের হাতে আটক হয় তিন রোহিঙ্গা। একই দিনে জালিয়াতি করে জন্মসনদ বানিয়ে পাসপোর্ট করতে গিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে আটক হয় দুই রোহিঙ্গা তরুণী। মানবিক দিক বিবেচনা করে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ সরকার প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গাকে নির্দিষ্ট এলাকায় আশ্রয় দিলেও তারা এখন জনবহুল দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্প থেকে পালিয়ে মিশে যেতে চাইছে দেশের মূল জনস্রোতে। ২০২২ সালেও অসংখ্য রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থান থেকে আটক হয়। সূত্র: বিডি প্রতিদিন।

‘ডিসেম্বর উত্তাপে’ অভিযানে ভাটা

Nagad

সব ধরনের অপরাধ মিলিয়ে গত নভেম্বরে রাজধানীর ৫০ থানায় মামলা হয়েছে ২ হাজার ৩৬৯টি। ডিসেম্বরে হয়েছে ১ হাজার ৭৫৩টি মামলা। আগের মাসের তুলনায় ডিসেম্বরে মামলা কম হওয়ায় কেউ হয়তো ধারণা করতে পারেন, সমাজে অপরাধ কমেছে। তবে বিষয়টি এমন নয়। রাজনৈতিক উত্তেজনার কারণে ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত ছিল রাজপথের পরিস্থিতি সামাল দিতে। এতেই ভাটা পড়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি রোধে পুলিশের তৎপরতা এবং অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ছাড়াও ওই মাসে রাজপথে নানা কর্মসূচি ছিল দলটির। আওয়ামী লীগও নিয়েছিল পাল্টা কর্মসূচি। গোটা মাসেই ছিল রাজনৈতিক উত্তাপ। এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়। টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়। এতে মাদকসহ অবৈধ সামগ্রী জব্দ ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযানিক কার্যক্রম শ্নথ হয়। মাদক মামলায় আসামি গ্রেপ্তারেও ভাটা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশের একটি অংশকে অভিযান এবং তদন্ত কার্যক্রমে নিয়োজিত রাখতে হবে। তা না হলে সমাজে শান্তি বিঘ্নিত হবে। সূত্র: সমকাল

অভ্যন্তরীণ উৎস থেকে পাঁচ বছরে সরকারের ঋণ বেড়েছে প্রায় ৪ লাখ কোটি টাকা

ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বেড়েই চলেছে। শুধু গত পাঁচ বছরেই এ খাত থেকে ঋণ বেড়েছে প্রায় ৪ লাখ কোটি টাকা। এক্ষেত্রে ঋণ বেড়েছে ১২৪ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বর শেষেও অভ্যন্তরীণ খাত থেকে সরকারের মোট ঋণ ছিল ৩ লাখ ২০ হাজার ২৭২ কোটি টাকা। ২০২২ সাল শেষে তা ৭ লাখ ১৭ হাজার ১৮৯ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত, সঞ্চয়পত্রসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণের কাছ থেকে এ ঋণ নিয়েছে সরকার। সরকার প্রতি বছরই বিপুল অংকের ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে। চলতি অর্থবছরেও ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘাটতি দেখানো হয়েছে, যা মোট বাজেটের ৩৬ শতাংশ। রেকর্ড এ বাজেট ঘাটতি পূরণ করতেই দেশী-বিদেশী উৎস থেকে ঋণ বাড়ছে। চলতি অর্থবছরেও সরকার দেশের ব্যাংক খাত থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেয়ার ঘোষণা দিয়েছিল। তবে এ পরিমাণ ঋণ দেয়ার সক্ষমতা নেই দেশের ব্যাংক খাতের। তাই ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল-বন্ড বিক্রি না করে কেন্দ্রীয় ব্যাংক নিজেই এ ঋণের জোগান দিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ বাড়ছে অস্বাভাবিক হারে। গত পাঁচ বছরেই এ ঋণ বেড়েছে ৯২৭ শতাংশ। সূত্র: বণিক বার্তা।

রিজার্ভের ওপর চাপ কমাতে ইডিএফের আকার এক বিলিয়ন ডলার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর আকার এরমধ্যেই এক বিলিয়ন ডলার হ্রাস করে ৬ বিলিয়ন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের পরামর্শের সাথে সঙ্গতি রেখে, আগামী ছয় মাসের মধ্যে এর পরিধি আরও ২-৩ বিলিয়ন ডলার কমানো হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো জানিয়েছে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দিয়ে গঠিত ইডিএফ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণদান পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক, এ উদ্যোগ তারই অংশ।তবে এতে গত তিন দশক ধরে তহবিলটি থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রা (বিশেষত ডলারে) ঋণের সুবিধা পেয়ে আসা রপ্তানিকারকরা অসন্তুষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে।বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ কোটি ডলার ঋণের শর্তাবলী নিয়ে আলোচনার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে ঢাকা সফর করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র একটি প্রতিনিধি দল। সফরকালে বাংলাদেশ ব্যাংকের প্রতি ফরেক্স রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রায় বাণিজ্যিক ঋণ কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান তারা। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা একথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান। একইসঙ্গে, কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভের হিসাব থেকে ইডিএফ এর মাধ্যমে দেওয়া ঋণকে বাদ দিতে হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভয়ের শূন্য রেখা থেকে পালিয়ে অনিশ্চিত জীবনে
নতুন আসা এই রোহিঙ্গারা প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে পলিথিনের তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে গোলাগুলি-সংঘাতের সময় আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর শূন্য রেখায় বসবাস করা রোহিঙ্গাদের একটি অংশ পালিয়ে বাংলাদেশ ভূখণ্ডে এসে আশ্রয় নিয়েছে। তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় গত পাঁচ দিন ধরে হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে টাঙানো পলিথিনের তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে। পর্যাপ্ত খাদ্য, পানীয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই সেখানে।এই রোহিঙ্গারা ‘পোড়া মাটিতে’ ফিরে যেতে ভয় পাচ্ছে। তারা বলছে, যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সশস্ত্র দুই গোষ্ঠী আরসা ও আরএসও। সূত্র: বিডি নিউজ

জাতীয় পার্টি কি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে

বাংলাদেশে এক যুগেরও বেশী সময় ধরে সরকারের সাথে গাঁটছড়া বেধে চলা এবং দলটির এক সময়ের শক্ত ঘাঁটি উত্তরাঞ্চলে ক্রমশ শক্তি হারানোর পথে থাকা জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এখন আর কতটা প্রাসঙ্গিক? এ প্রশ্ন তুলছেন অনেকেই।অথচ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনেই আছে দলটি। যদিও দলের দু্ অংশের বিরোধের জের ধরে দলীয় প্রধান জি এম কাদের আদালতের এক আদেশের কারণে কাজ করতে পারছেন না। আবার সংসদেও দলটির কোনো সদস্য সরকারের প্রশংসা করছেন আবার কেউ সরকারের বিরোধিতা করছেন। এমনকি দলের অভ্যন্তরে বড় সংকট এলে দলটির নেতারা অনেক তাকিয়ে থাকেন খোদ সরকারের উচ্চপর্যায়ের দিকে – এমন খবরও আসে গণমাধ্যমে।যদিও দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি এক সময় জাতীয় পার্টিকে নিজেদের সাথে ভেড়ানোর আপ্রাণ চেষ্টা করছে- এমন চিত্র বাংলাদেশের রাজনীতিতে ছিলো বহু বছর ধরেই। সূত্র: বিবিসি বাংলা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ভিক্টর বাসের চালক ও হেলপার গ্রেফতার

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নং ৪৬। গ্রেফতাররা হলেন- চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলায়।সোমবার (২৩ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ। সূত্র: জাগো নিউজ