বরিশালকে ২ রানে হারালো সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাকর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে শেষ পর্যন্ত ২ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে সিলেট। নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৮৯ রানের কল্যাণে এই বড় সংগ্রহ পায় সিলেট।
শেষ পর্যন্ত সেঞ্চুরি না হলেও শান্ত অপরাজিত থাকেন ৬৬ বল খেলে ৮৯ রানে। বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ উইকেট করে।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে পারে বরিশাল। শেষ ২ বলে ১৩ রান দরকার ছিল। কিন্তু প্রথম বলে ৬ মেরে ড্রয়ের সম্ভাবনাটা জিইয়ে রাখেন মোহাম্মদ ওয়াসিম। আর শেষ বলে ৪ রানের বেশি নিতে পারেননি পাকিস্তানের এই পেসার। শেষ পর্যন্ত ১৭১ রানে থামে বরিশালের ইনিংস।
সারাদিন/২৪ জানুয়ারি/এমবি