জিতেও সেমিতে যাওয়া হলো না বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেও সেমিফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। কারণ সুপার সিক্সের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হার। রানরেটে পিছিয়ে থেকে আক্ষেপ নিয়েই বিশ্বকাপের মিশন শেষ করতে হচ্ছে বাংলাদেশের নারীদের।
বুধবার (২৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম ইউনিভার্সিটি মাঠে সুপার সিক্সের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত।
জবাবে ব্যাট করতে নেমে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। আরব আমিরাতে দেওয়া ৭০ রানের লক্ষ্যে মাত্র ৯ ওভার ১ বলে জিতলেও অস্ট্রেলিয়ার চেয়ে রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে পরে বাংলাদেশ নারী দল।
দুই দলেরই পয়েন্ট সমান ৬ হলেও বাংলাদেশের ১.২২৬ চেয়ে অস্ট্রেলিয়ার রানরেট ২.২১০। সমান ৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিতে করেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২.৮৪৪ রানরেটে টেবিলের শীর্ষে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ৬৯/৯, (লাবণ্য ২৯, মাহিকা ১৭, দিপা ৩/১৪, মারুফা ২/১৬)।
বাংলাদেশ: ৭৩/৫, (স্বর্ণা ৩৮, আফিয়া ১৫, সামাইরা ২/১৮, ইন্ধুজা ২/৩৪)।
সারাদিন/২৬ জানুয়ারি/এমবি