৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

ছবি- সংগৃহীত

প্রান্তিক মানুষের জীবনযাপন নিয়ে নির্মিত খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল (২৭ জানুয়ারি) শুক্রবার।

‘‌ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা সিনেমার পুরস্কারও পেয়েছিল সিনেমাটি।

‘সাঁতাও’ সিনেমায় প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিলো লক্ষণীয়। প্রদর্শনীর সব আসনই ছিলো পরিপূর্ণ। কিন্তু সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহের মালিকরা তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য কোনো আগ্রহ প্রকাশ করছেন না।

ফলে সিনেমাটির নির্মাতা সুমন খন্দকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের মালিকের সাথে সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য যোগাযোগ করেন। এতে মাত্র ৫টি প্রেক্ষাগৃহের মালিক সিনেমাটি প্রদর্শনের জন্য সম্মত হন।

শুক্রবার (২৭ জানুয়ারি) এই ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’। সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।

প্রেক্ষাগৃহগুলো হচ্ছে- রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, যমুনা ব্লকবাস্টার। রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও সিলভার স্ক্রিন সিনেমা হলে এটি প্রদর্শিত হবে।

Nagad

নির্মাতা খন্দকার সুমন বলেন, আমার চেষ্টা করেছি অধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে কিন্তু কোনও সিনেমা হলের মালিকরা ‘সাঁতাও’ নিতে রাজি হননি। তারা বলছে যদি সিনেমাটা দর্শকের চাহিদা হয় তাহলে দ্বিতীয় সাপ্তাহ থেকে তারা তাদের প্রেক্ষাগৃহে ‘সাঁতাও’ প্রদর্শন করবে।

গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘সাঁতাও’ গল্পটি কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সার্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

পুতুল ও ফজলুল হক ছাড়া ‘সাঁতাও’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।

সারাদিন/২৬ জানুয়ারি/এমবি