বান্দরবানে সন্দেহভাজন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার
বান্দরবানের রুমায় সন্দেহভাজন পাহাড়ি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্যের (কেএনএফ) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননুয়াম পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে পাইন্দু ইউনিয়নে মুয়ালপি পাড়া থেকে ৪০ জন বাসিন্দা পালিয়ে রুমা উপজেলা সদরে চলে আসেন। পরে আজ (রোববার) সকালে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হয়।
এ সময় আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মধ্যবর্তী স্থান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি কোন সংগঠনের তা নিশ্চিত করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন রুমা থানার ওসি।
সারাদিন/২৯ জানুয়ারি/এমবি