‘বুবুজান’ হয়ে সবার সামনে আসছেন মাহি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার জন্য ভোট চেয়ে জনসংযোগ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। আর দু-একদিনের মধ্যেই যাবেন বিশ্রামে। কারণ মা হতে যাচ্ছেন তিনি। তবে এর মাঝে ‘বুবুজান’ হয়ে সবার সামনে আসছেন এই চিত্রনায়িকা।

আগামী ১৭ ফেব্রুয়ারি হলে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘বুবুজান’। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে সিনেমাটি বানিয়েছেন শামীম আহমেদ রনি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহি, তাঁর ভাইয়ের চরিত্রে আছেন শান্ত খান আর প্রথমবারের মতো শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

গত বছর মাহিয়া মাহি অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে কোনো সিনেমাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। নতুন বছরের নতুন সিনেমাটি মাহির সেই খরা কাটাবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষায়।