মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেলেন তপন কান্তি সরকার
৪০ বছরের বেশি সময় ধরে দেশের তথ্য-প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন সিটিও ফোরামের সভাপতি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তপন কান্তি সরকার।
কলকাতার দমদম মিউনিসিপালিটি অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড- ২০২২। মহাত্মা গান্ধী কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড তুলে দেন এআইএমজিআইসিএসটি’র চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এই অ্যাওয়ার্ড দেওয়া হয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাদের ৩০ বছরের অধিক সময় দেশের তথ্য-প্রযুক্তিতে নিরলসভাবে কাজ করেছেন।
এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ সিটিও অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে সার্ক চেম্বার কর্তৃক সিটিও অফ দি ইয়ার পদকে ভূষিত হন তপন কান্তি সরকার।
এ বিষয়ে তপন কান্তি সরকার বলেন, এই অর্জন আমার একার নন, বাংলাদেশের প্রতিটি মানুষের। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্থবায়নে আমরা কাজ করেছি। তাই দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের দৃষ্টি অর্জন সক্ষম হয়েছি। আমাদের পরিবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্য বাস্থবায়নে আমরা একাধিক কর্মসূচি হতে নিয়েছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ৪০ বছরের অধিক সময় আমি তথপ্রযুক্তিতে কাজ করছি। এ অ্যাওয়ার্ড আমাকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে উৎসাহ যোগাবে।
সিটিও ফোরাম একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে যেমন টেক সামিট, সচেতনতামূলক সেমিনার ও সিম্পোজিয়াম কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এছাড়াও ২০১৯ সাল থেকে ইনোভেশন হ্যাকাথন করে আসছে।