আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

হাস্যকর অথবা ‘ইমেজ’ নষ্টের ৯টি কাজ, যা হিরো আলম করেননি

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশিবার দেখা গানটি আরবি ভাষার। ‘হিরো আলমের অ্যারাবিয়ান ফুল গান’ শিরোনামে গানটি তিনি ইউটিউবে দিয়েছেন এক বছর আগে। দেখা হয়েছে ১ কোটি ৮০ লাখ বার। গানের ভিডিওটির নিচে মাজহার নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন এমন, ‘আমার খুব প্রিয় শিল্পী। মন খারাপ হলে তার গান শুনে কিছুক্ষণ বেহুঁশ থাকি।’কারও কারও মতে, হিরো আলম বেসুরো ভাষায় গান গেয়ে, উদ্ভট সব ভিডিও চিত্র তৈরি করে, ‘ফালতু’ সিনেমা বানিয়ে দেশের সংস্কৃতির সর্বনাশ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষায়, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি হিরো আলমকে উপনির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে। ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে’—বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে গত শনিবার এটাও বলেছেন ওবায়দুল কাদের। সূত্র: প্রথম আলো

শীর্ষ ১০ কোম্পানির ৬টির মুনাফায় পতন

আর্থিকভাবে শক্তিশালী অবস্থা থেকে খারাপের দিকে যাচ্ছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বড় বাজার মূলধনের কোম্পানিগুলো। ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বলছে, বাজার মূলধনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য পরিমাণে কমেছে, বেড়েছে চারটির। আর্থিক প্রতিবেদনে এসব কোম্পানি কোভিড পরবর্তী অর্থনৈতিক অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, কাঁচামালের দাম বৃদ্ধি ও সরকারের নীতির পরিবর্তনকে ইপিএস কমার কারণ হিসেবে দেখিয়েছে। তবে এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনগুলোর পুনঃনিরীক্ষা হওয়া উচিত বলে মনে করেন তারা। পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, বছর ব্যবধানে কোনো কোম্পানির মুনাফা এত কমে যেতে পারে না। আর কমলেও এর উপযুক্ত ব্যাখ্যা থাকা উচিত। কিন্তু কোম্পানিগুলো যে ব্যাখ্যা দেয় তা গৎবাঁধা। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের আয় কীভাবে এত কমে যায়? এর আর্থিক প্রতিবেদন পুনঃনিরীক্ষা হওয়া উচিত। একই বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতেও ভারতে অনেক কোম্পানি ভালো মুনাফা করেছে। তাহলে দেশে কেন খারাপ হচ্ছে? কোম্পানিগুলোর এসব প্রতিবেদনের কারণেই শেয়ারবাজারের বর্তমান অবস্থা। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ।

মার্চ-এপ্রিলে ঢাকামুখী বড় কর্মসূচির পরিকল্পনা

সরকারবিরোধী যুগপৎ আন্দোলন চাঙ্গা করতে তৃণমূলে কর্মসূচি দিয়েছে বিএনপি। ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত এই আন্দোলন জোরদার করে আগামী মার্চ কিংবা এপ্রিলে ঢাকামুখী বড় ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি। এর মাধ্যমে সরকারকে বড় ধরনের চাপে ফেলতে চায় বিএনপি। দলীয় সূত্রগুলো বলছে, চলমান কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে পারলে এটিই হতে পারে বিএনপির চূড়ান্ত আন্দোলন।দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, তৃণমূলের এবারের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাচ্ছে গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের বিক্ষোভ এবং পরে বিভাগীয় গণসমাবেশগুলো। ওই সময় জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি ব্যাপক সাড়া জাগিয়েছিল বলে মনে করেন তাঁরা।বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, সরকারের মেয়াদ যত কমে আসছে, ততই আন্দোলনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা করছেন তাঁরা। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমঝোতার সম্ভাবনাও কমতে থাকবে। ফলে সরকার পতনের চূড়ান্ত আন্দালন মাথায় রেখে পরিকল্পনা করছে দলটি। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ভূমিকম্প সহনশীল ঢাকা গড়তে প্রস্তুতি কত দূর

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ধ্বংসযজ্ঞ দেখে স্তব্ধ তামাম বিশ্ব। বাংলাদেশের মানুষও স্তম্ভিত, আতঙ্কিত। ভূমিকম্প নিয়ে মানুষের মনে নতুন করে উৎকণ্ঠা ভর করেছে। তুরস্কে ভূমিকম্পের তিন দিন আগেই এক ডাচ গবেষক পূর্বাভাস টুইটারে শেয়ার করেছিলেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের মনে ভূমিকম্পের পূর্বাভাস ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ভূমিকম্পের পূর্বাভাসবিষয়ক গবেষণায় বাংলাদেশ কী করছে? বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশে বড় ভূমিকম্পের ১০০ থেকে ১২০ বছরর মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হতে পারে। তবে ঠিক কখন, কোথায় এ ভূমিকম্প হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ডাচ গবেষকও নির্দিষ্ট তারিখ ও সময় দিতে পারেননি। তিনি সম্প্রতি অথবা আরও পরে তুরস্কে ভূমিকম্পের অনুমান করেছিলেন। তাঁর পূর্বাভাস সত্য হয়েছে। এটা কাকতাল। উন্নত দেশগুলো এ নিয়ে গবেষণা করছে জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পের ১৫ সেকেন্ড আগে পূর্বাভাস দেওয়া প্রযুক্তির উদ্ভাবন হলেও তা পুরোপুরি ঠিক হচ্ছে না। অবশ্য বাংলাদেশও এসব গবেষণার সঙ্গে যুক্ত আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সঠিক তারিখ বলা না গেলেও বাংলাদেশকে বড় ভূমিকম্পের জন্য এখনই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: সমকাল

আ.লীগের সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত
রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব শেখ হাসিনার
মনোনয়নপত্র জমা ১২ ফেব্রুয়ারি * বাছাই ১৩ ও নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন-ঠিক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রধানের হাতে রাষ্ট্রপতি মনোনয়নের এই দায়িত্ব অর্পণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৮টা ১০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ৮টা ৫০ মিনিটে। ৪০ মিনিটের বৈঠকে শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। বৈঠকে ওবায়দুল কাদের রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার জন্য দলীয় প্রধান শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এ সময় অন্য সদস্যরা এই প্রস্তাব সমর্থন করেন। এর ফলে দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন-তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বৈঠক শেষে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেন, সভার শুরুতে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রসঙ্গটি তোলেন। এ বিষয়ে তিনি সদস্যদের মতামত চাইলে শুরুতে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে দায়িত্ব আমরা সংসদীয় দলের পক্ষ থেকে আমাদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাই। তিনি যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। উপস্থিত সবাই ওবায়দুল কাদেরের বক্তব্যকে সমস্বরে সমর্থন জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন উপলক্ষ্যে আমাদের পুরোদমে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যেসব উন্নয়ন আছে সেগুলো ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ দেন তিনি। সূত্র: যুগান্তর।

বোরো ভালো হলে দুই বছর কোনো চিন্তা নেই

সরকারি গুদামগুলোতে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত গড়ে উঠেছে। গতকাল মঙ্গলবার মজুতের পরিমাণ ছিল ২০ লাখ ১০ হাজার মেট্রিক টন। এই মজুত অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে মজুত বেড়ে ২০ লাখ ৫ হাজার টনে উঠেছিল, এরপর তা কমতে কমতে মে মাসে ১২ লাখ টনে নেমে এসেছিল। অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ এবং চাল আমদানির ওপর ভর করে গড়ে উঠেছে এই রেকর্ড মজুত। বোরোর ফলন ভালো হলে আগামী দুই বছর খাদ্য নিয়ে কোনো চিন্তা নেই বলে আশার কথা শুনিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। বর্তমান মজুত খাদ্য নিরাপত্তা বিষয়ে সরকারকে সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। তবে স্বস্তিদায়ক মজুত গড়ে উঠলেও বাজারে চালের দাম বেড়েই চলেছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে চালের দাম কমছে না, উল্টো বাড়ছে। মাসখানেক আগে দেশে চালের দাম কেজিতে ৩-৪ টাকা কমলেও গত দুই সপ্তাহে তা ফের বেড়ে আগের অবস্থানে উঠেছে। সূত্র: দৈনিক বাংলা।

দেশে উদ্ভাবিত কোভিড কিটের ব্যবহার শুরু করল বিএসএমএমইউ
কম সময়ে ও স্বল্প খরচে করোনাভাইরাস শনাক্তে দেশে উদ্ভাবিত বিসিএসআইআর কোভিড-কিট এর বাণিজ্যিক ব্যবহার কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।বিএসএমএমইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর নেতৃত্বে কিটটি উদ্ভাবিত হয়।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ প্রাঙ্গণে কিটটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ জানান, এই কিট দিয়ে কোভিড টেস্টের খরচ পড়বে মাত্র ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার (বিএমআরসি) এবং ডিরেক্টর গেনারেল অফ ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিডিএ)এই কিট উৎপাদন ও বাজারজাতকরণের অনুমিত দিয়েছে। প্রাথমিকভাবে ৫ লাখ কিট উৎপাদন করা হয়েছে। মঙ্গলবার থেকে তা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ বলেন, এই কিট দিয়ে দেশের মানুষকে অত্যন্ত স্বল্প খরচে নির্ভুলভাবে করোনা ভাইরাস শনাক্তকরণ সেবা দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে এই কিট সারাদেশে সরবরাহ করা হবে, এতে বিদেশ থেকে ডলার খরচ করে কিট আমদানি করার প্রয়োজন হবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রোহিঙ্গা নারীদের কথা শুনলেন রানি মাথিল্ডে
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিল্ডে। তিনি বিশেষ একটি ফ্লাইটে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দর থেকেই তিনি সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন। সেখানে সহিংসতার শিকার নারীদের দুঃখ-দুর্দশার কথা শোনেন বেলজিয়ামের রানি। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ দেশের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দেখা করার জন্য রানি এখানে এসেছেন। দুপুরে বেলজিয়ামের রানি রোহিঙ্গা ক্যাম্প-৪ এ শরণার্থী শিশুদের লার্নিং সেন্টার পরিদর্শন এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। পরে ক্যাম্প-৫ এ গাছের চারা রোপণ করেন। তিনি জানান, বেলজিয়ামের রানির দিনব্যাপী সফরে শরণার্থী শিবিরে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র: বিডি প্রতিদিন।

শ্রম মন্ত্রণালয়ের চিঠি পেয়ে বিজিএমইএর প্রস্তুতি
পোশাক শিল্পে মজুরি পুনর্নির্ধারণে গঠন হচ্ছে বোর্ড

মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণেই বেতন বাড়ানোর দাবি করে আসছে পোশাক শ্রমিক ও তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। এদিকে বিদ্যমান শ্রম আইন অনুযায়ীও, পাঁচ বছর পরপর শিল্প খাতের শ্রমিকদের মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই পোশাক খাতের শ্রমিকদের মজুরি পর্যালোচনায় নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে শিল্প মালিকদের প্রতিনিধির নাম চেয়ে পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ বরাবর চিঠি পাঠিয়েছে শ্রম অধিদপ্তর। সংগঠনটিও প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনায় সর্বশেষ বোর্ড গঠন হয় ২০১৮ সালে। নতুন মজুরি কাঠামো ঘোষণা দেয়া হয় ২০১৯ সালের জানুয়ারিতে। তার আগে ২০১৩ সালে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ছিল ৫ হাজার ৩০০ টাকা। সেটি পর্যালোচনা শেষে ২০১৮ সালে পুনর্নির্ধারণ করা ন্যূনতম মজুরি হার ছিল ৮ হাজার টাকা। শ্রম আইন অনুসরণ করেই ২০১৮ সালের পর এ বছর শ্রমিকদের নিম্নতম মজুরি হার পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সূত্র: বণিক বার্তা।

বার্মা প্লেট এগুচ্ছে, বাংলাদেশসহ যেসব দেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। এ ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।বিজ্ঞানীরা বলছেন, ওই এলাকার মাটির নীচে থাকা অ্যারাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দিলে এই ভয়াবহ ভূমিকম্পের তৈরি হয়।একই কারণে ১৮২২ সালেও এখানেই একদফা ভূমিকম্প হয়েছিল। বিশ্বের যেসব এলাকা ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, তুরস্কের এই এলাকাটি তার অন্যতম।
ভূমিকম্প কীভাবে হয়-ভূতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক সৈয়দ হুমায়ুন আখতার বিবিসি বাংলাকে বলেছেন, ‘’পৃথিবীর ভূ-পৃষ্ট আলাদা আলাদা বিট বা প্লেট টেকটোনিক দিয়ে তৈরি হয়েছে, যা নিচের নরম পদার্থের ওপরে ভাসছে। সারা পৃথিবীতে এরকম বড় সাতটি প্লেট এবং অসংখ্য ছোট ছোট সাব-প্লেট রয়েছে। ‘’‘’এগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে বা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে, তখন ভূ-তত্ত্বের মাঝে ইলাস্টিক এনার্জি শক্তি সঞ্চিত হতে থাকে। সেটা যখন শিলার ধারণ ক্ষমতার পেরিয়ে যায়, তখন সেই শক্তি কোন বিদ্যমান বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে। তখন ভূ-পৃষ্টে কম্পন তৈরি হয়, সেটাই হচ্ছে ভূমিকম্প।‘’ সূত্র: বিবিসি বাংলা।