জ্বলে উঠতে পারেননি মেসি ও নেইমার, ছিটকে গেল পিএসজি
লিগ ওয়ান থেকে বিদায় নিতে হলো শিরোপার দাবিদার পিএসজিকে। মার্সেইয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি মেসি ও নেইমার। এদিন খেলায় লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। তার অভাবটা ভালোই বোধ করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
ঘরের মাঠে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ২-১ গোলে হেরেছে তারকা সমৃদ্ধ দলটি।
ম্যাচের ৩১ মিনিটে অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সের্গিও রামোস গোল করে দলকে স্বস্তির সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মিলিনোস্কি গোল করে মার্সেইকে আবার লিডে তোলেন। যে গোল মেসি-নেইমাররা শোধ করতে পারেননি।