ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি আল হিলাল

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি আল হিলাল

কাতার বিশ্বকাপের শিরোপার জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতারে আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি আরব। এবার ক্লাব বিশ্বকাপেও ইতিহাস সৃষ্টি করার দাঁড়প্রান্তে দাঁড়িয়ে রয়েছে তারা। প্রথমবারের মতো বিশ্বসেরা ক্লাব হওয়ার পথে রয়েছে সৌদির ক্লাব আল হিলাল।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টায় মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে সৌদির ক্লাব আল হিলাল।

রিয়াল মাদ্রিদ রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তারা ইতোমধ্যে রেকর্ড চারটি শিরোপা জয় করেছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অন্যদিকে সৌদি প্রো লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব আল হিলাল।

গত মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল।

দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের পঞ্চম শিরোপার খুব কাছে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

সারাদিন/১১ ফেব্রুয়ারি/এমবি

Nagad